আবার চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় এর আগে গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট।  

৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে “এমভি আথেনা” জাহাজটি পায়রা বন্দরে পৌঁছেছে। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান শুক্রবার (২৩ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ কয়লা খালাস করতে আরও দুই-তিন দিন লাগবে। তারপর চালু হবে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে এক হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়, যা দেশের গড় উৎপাদনের প্রায় ১০%।

Comments (0)
Add Comment