শেখ হাসিনা: বিবিসির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে যা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ বছর বছর ধরে ক্ষমতায় আছেন।

তাঁর সমর্থকদের মতে তিনি হচ্ছেন দেশের ত্রাণকর্তা। কিন্তু তার সমালোচকেরা তাকে ডিক্টেটর বা একনায়ক বলে বর্ণনা করেন। তার বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগও তোলেন তারা।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে তিনি বিবিসির ইয়ালদা হাকিমকে বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তিনি বিচার বর্হিভূত হ্ত্যাকাণ্ড, গুমসহ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, গণতন্ত্র এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

Comments (0)
Add Comment