ফারুকী-তিশার ছবিতে বলিউডের নওয়াজউদ্দিন!!

ফারুকীর নতুন ইংরেজি ভাষার এই চলচ্চিত্রটির ৭০ ভাগ শুটিং হবে নিউইয়র্কে এবং বাকি ৩০ ভাগ শুটিং হবে ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়।

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

বৃহস্পতিবার ফারুকী নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নওয়াজউদ্দিন সিদ্দিকী নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ফারুকীকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ফারুকীর ‘ডুব’ ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা ইরফান খান।

ফারুকীর নতুন ইংরেজি ভাষার এই চলচ্চিত্রটির ৭০ ভাগ শুটিং হবে নিউইয়র্কে এবং বাকি ৩০ ভাগ শুটিং হবে ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়।

তবে নওয়াজউদ্দিন শুধু অভিনেতা হিসেবেই থাকছেন না ছবিটিতে। এতে সহপ্রযোজকের ভূমিকায়ও থাকবে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’। চলতি বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী ভ্যারাইটিকে নওয়াজউদ্দিন বলেন, ‘‘এই সিনেমার চিত্রনাট্যটা আমি প্রথম যখন পড়ি, তখন থেকে এটি আমার সঙ্গে রয়ে গেছে। এতে যেমন আছে হিউমার, তেমনি রয়েছে এক অদ্ভুত পৃথিবীকে আবিষ্কারের নানা মুহূর্ত। একজন অভিনেতার সামর্থ্যের বাইরে গিয়েও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমার ভেতর থেকে তাগিদ পাচ্ছিলাম। তাই যুক্ত হওয়া।’’

নওয়াজুদ্দিন ছাড়াও ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এর মাধ্যমে প্রযোজক হিসেবে অভিনেত্রী তিশারও অভিষেক হচ্ছে।

২০১৪ সালে প্রথম বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয় ‘নো ল্যান্ডস ম্যান’-এর চিত্রনাট্য। মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ডও পেয়েছে। এছাড়াও এই চিত্রনাট্য অসংখ্য উৎসবে প্রশংসিত হয়েছে বলেও জানান নির্মাতা।

Comments (0)
Add Comment