বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠান করতে অনুমোদন লাগবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে কোনও প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন গ্রহণ করতে হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে, বঙ্গবন্ধুর জীবনী নির্ভর যেকোনও ধরনের নাটক, সাহিত্য ও ক্রীড়াকর্মের জন্য ট্রাস্টের কোনও ধরনের অনুমোদনের প্রয়োজন নেই।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক  বিজ্ঞপ্তিতে রবিবার (৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে শনিবার (৬ এপ্রিল) ট্রাস্টের এক সভায় সিদ্ধান্ত হয় যে,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর যে কোনও ধরনের নাটক নির্মাণ, লেখালেখি এবং ক্রীড়ানুষ্ঠান/টুর্নামেন্ট আয়োজনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কোনও অনুমোদন লাগবে না। ট্রাস্টের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন।

Comments (0)
Add Comment