খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণঅনশন চলছে

রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই কর্মসূচি শুরু হয়েছে। তা বেলা ৩টা পর্যন্ত চলবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, আবদুস সালাম, গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিলকিস জাহান শিরিন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, গৌতম চক্রবর্তী, হাবিবুল ইসলাম হাবিব, আবুল কালাম আজাদ সিদ্দিকী, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, শফিউল বারী বাবু, মোরতাজুল করীম বাদরু মাদুর গণঅনশনে রয়েছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় অনশন শুরু হওয়ার কথা থাকলেও মিলনায়তনের বাইরে অনুমতি না পাওয়ায় আধা ঘণ্ট দেরিতে মিলনায়তনের ভেতরেই মাদুর বিছিয়ে এই কর্মসূচি শুরু হয়।

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাইরে পুলিশ ও আইনশৃ্ঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার বিরুদ্ধে এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি বিএনপির।

কারাবন্দি খালেদা জিয়া এখর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন। চিকিৎসার জন্য গত ১ এপ্রিল তাকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।

৭৪ বছর বয়সী খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিভিন্ন মামলার শুনানিতে আদালতে হাজির করার সময়ে তাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখা গেছে।

বিএনপি তাদের নেত্রীকে বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তির দাবি জানিয়ে আসছে। দলটির নেতারা বলছেন, বিএসএমএমইউতে তার সুচিকিৎসা হবে না।

Comments (0)
Add Comment