TANGAIL TIMES | টাঙ্গাইল টাইমস

আবার চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র This picture has been collected from the Internet.

ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় এর আগে গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট।  

৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে “এমভি আথেনা” জাহাজটি পায়রা বন্দরে পৌঁছেছে। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান শুক্রবার (২৩ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ কয়লা খালাস করতে আরও দুই-তিন দিন লাগবে। তারপর চালু হবে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে এক হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়, যা দেশের গড় উৎপাদনের প্রায় ১০%।

আরও পড়তে পারেন