TANGAIL TIMES | টাঙ্গাইল টাইমস

শবেবরাত : হলফনামা করার অনুমতি মেলেনি আদালতে

শবেবরাতের নতুন তারিখ ঘোষণার আবেদন করে একটি হলফনামা করার অনুমতি দেননি হাইকোর্ট। আজ বুধবার এক আবেদনের জন্য অনুমতি চাইতে গেলে আদালতের বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, এখন একবারেই লাস্ট স্টেজ। এ অবস্থায় নতুন করে বিভ্রান্তির অবকাশ নেই।

আজ বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ, হলফনামা করার জন্য অনুমতি দেননি।

আবেদনকারীদের দাবি গত ৬ এপ্রিল চাঁদ দেখা গেছে। সে অনুসারে ২০ তারিখ শবেবরাত। সেটির কিছু তথ্য নিয়ে ১০ জন আবেদন করতে চান। তবে আদালত থেকে সে অনুমতি দেওয়া হয়নি।

৬ এপ্রিল চাঁদ দেখা গেছে মর্মে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা এক আবেদনের জন্য অনুমতি চাইতে গেলে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আবেদনের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।

গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করে, ২১ এপ্রিল দিনগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। তবে ‘মজলিসু রুইয়াতিল হিলাল’ নামে একটি সংগঠনের দাবি, সেদিন খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে। তাদের দাবি অনুযায়ী, ২০ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হওয়ার কথা। এ নিয়ে বিতর্ক এড়াতেই জরুরি বৈঠক ডাকে সরকার। এরপর তা আদালতেও গড়িয়েছে। তবে আদালতের পক্ষ থেকে এটি সমাধানে আবার ইসলামিক ফাউন্ডেশনকে উল্লেখ করা হয়েছে।

১৩ এপ্রিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে ১১ সদস্যের সাব-কমিটি গঠন করা হয়। এ কমিটি আজ ১৭ এপ্রিলের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।

আরও পড়তে পারেন