TANGAIL TIMES | টাঙ্গাইল টাইমস

বাংলাদেশী রকস্টার চরিত্রে পরমব্রত!

সিনেমাটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগানের সাথে রক মিউজিকের মেলবন্ধন ফুটিয়ে তোলা হবে।

কলকাতার জনপ্রিয় চিত্রতারকা পরমব্রত চট্টোপাধ্যায় আবারো অভিনয় করছেন বাংলাদেশী চলচ্চিত্রে। সরকারি অনুদান পাওয়া ‘আজব কারখানা’ নামের সিনেমাটিতে বাংলাদেশী একজন রকস্টারের চরিত্রে অভিনয় করবেন পরমব্রত। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে ময়মনসিংহের কেন্দুয়া, কুষ্টিয়া আর ঢাকার বিভিন্ন লোকেশনে।

পরমব্রত ইতোপূর্বে ‘ভুবন মাঝি’ ও ‘ভয়ংকর সুন্দর’ নামের দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এরই মধ্যে সিনেমাটির প্রথম ধাপের কাজ শেষ করে কলকাতা ফিরে গেছেন তিনি। দ্বিতীয় ধাপের কাজ করতে শনিবার (৬ এপ্রিল) আবারও ঢাকা আসছেন।

‘আজব কারখানা’র পরিচালক শবনম ফেরদৌসী বলেন, ‘“আজব কারখানা” আমার অভিজ্ঞতা থেকে তৈরি করছি। আমি সব সময় জানার চেষ্টা করেছি, আসলে শিল্পী কে? প্রকৃত শিল্পের কথা বলি, সেটা আসলে কোনটা? এই ছবিতে আমি তা–ই খোঁজার চেষ্টা করছি।’

পরমব্রত’র সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘পরমব্রত বুঝতেই দেয়নি ও একজন বড় মাপের অভিনেতা। নিজের চরিত্রের ব্যাপারে তার আন্তরিকতা আর নির্মাতার সঙ্গে বোঝাপড়ার বিষয়টি চমৎকার।’

সিনেমাটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগানের সাথে রক মিউজিকের মেলবন্ধন ফুটিয়ে তোলা হবে।

সিনেমাটির প্রযোজক সামিয়া জামান বলেন, ‘পরমব্রত বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত। বাংলাদেশের প্রতি তার টান প্রবল। একটি সম্পূর্ণ নতুন ধরনের চরিত্রে পরমব্রতের আবেগ আর পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে।’

চলচ্চিত্রটিতে দেশের বিভিন্ন অঞ্চলের লোকসংগীত শিল্পীরা নিজ নিজ চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও মডেল সাদিয়া শাবনাজ ইমি ও দোয়েল এতে অভিনয় করছেন ।

আরও পড়তে পারেন