TANGAIL TIMES | টাঙ্গাইল টাইমস

তারেক রহমানকে সাপোর্ট করবো না: কাদের সিদ্দিকী

Jagonews24.com নিম্নোক্ত সংবাদটি প্রকাশ করেছে। সংবাদটির নিচে Source Link দেওয়া আছে। আপনি চাইলে Link এ প্রবেশ করে মূল প্রকাশনা থেকে সংবাদটি পরতে পারেন।

আওয়ামী জোটে যাওয়ার মতো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাপোর্ট করবেন না বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম।

তিনি বলেন, তারেক রহমান যদি বদল হইতেন, হাওয়া ভবন নিয়ে মাফ চাইতেন, দেশের মানুষের সঙ্গে ভালো আচরণ করতেন, টাকার ওপর নির্ভর করে রাজনীতি না করতেন তাহলে হয়তো সাপোর্ট দেওয়ার বিষয়টি ভাবা যেত। এছাড়া আমি উনাকে খুব একটা ভালো পাই না। উনি যদি দেশ পরিচালনার দায়িত্ব পান তাহলে দেশের মূল্যবোধ আরও নষ্ট হবে।

সোমবার (১২ জুন) দুপুরে সোনার বাংলা কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল প্রেস ক্লাবের সাংবাদিকদের আমন্ত্রণে মধ্যাহ্নভোজন শেষে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, আমি চাই দেশে মূল্যবোধ আর দেশের মানুষ স্বস্তিতে থাকুক। একজন আরেকজনের কাছে যেতে শঙ্কাবোধ যেন না করে। চাই না এমন দূরত্ব হোক, বিএনপির মসজিদে আওয়ামী লীগ যাবে না, আওয়ামী লীগের মসজিদে বিএনপি যাবে না। আওয়ামী লীগের কবরস্থানে বিএনপির কবর দেওয়া যাবে না, বিএনপির কবরস্থানে আওয়ামী লীগের কবর দেওয়া যাবে না। আমাদের ঐক্য নাই, একে অপরের প্রতি দরদ নাই, আমরা নিজেরা নিজেদের নিয়েই ব্যস্ত। কাউকে ছোট করায় কোনো মাহাত্ম্য নাই। তবে বড় করায় মাহাত্ম্য আছে।

ভিসানীতি প্রসঙ্গে বঙ্গবীর বলেন, এটা সবসময়ই থাকে। যেন কোনো দেশের সরকার তার ইচ্ছামতো ভিসা দেয়। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ ভিসা নিয়ে কোনো কথা আসতো না। ভিসা নিয়ে কথা এসেছে রাজনীতির কারণে। যাতে নির্বাচনে কেউ বাঁধা না দেয়, সেটি রোধেই এ ভিসা নিষেধাজ্ঞা জারি হবে। এটা আমাদের অপমান করা ছাড়া আর কিছু না।

তিনি আরও বলেন, নির্বাচনে বাধা দিলে দেশের প্রচলিত আইনে বিচার হবে। সেখানে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি বা অন্য কোনো দেশের কিছু করার কথা থাকে না। এরপরও সারা বিশ্ব নিয়ে থাকতে হলে আমাদের সবার কথাই মানতে হবে। আমরা এমন কিছুই করবো না যেটা সভ্যতার বাইরে চলে যায়। স্বাভাবিক জিনিসটাকে আমাদের মানতে হবে, শুনতেও হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

Source Jago News 24
আরও পড়তে পারেন