TANGAIL TIMES | টাঙ্গাইল টাইমস

ক্ষতিকর রাসায়নিক থেকে আম বাঁচাতে পুলিশ মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

Royalty high quality free stock image of green mango on tree in the orchard. Mango is a nutritious food with lots of vitamins, green mango is very sour

এছাড়াও রাজধানীর বিভিন্ন ফলের বাজার এবং গুদামে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে একটি পর্যবেক্ষন দল গঠন করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

সাত দিনের মধ্যে  রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে আগামী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ হাইকোর্টে দায়ের করা এক পিটিশনের প্রেক্ষিতে এ আদেশ দেন। অ্যাডভোকেট মনজিল মোরসেদ আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন।

রাজশাহীর বিভাগীয় কমিশনার ও ডিআইজিকে এই এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এছাড়াও রাজধানীর বিভিন্ন ফলের বাজার এবং গুদামে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে একটি পর্যবেক্ষন দল গঠন করারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নির্দেশ বাস্তবায়নের পর সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের মহাপরিচালক (আইজি), র‍্যাবের মহাপরিচালক এবং বিএসটিআইয়ের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত। 

উল্লেখ্য, ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি এ বিষয়ে মনজিল মোরসেদের দায়ের করা এক রিটের শুনানি নিয়ে হাইকোর্ট সাত দফা নির্দেশনাসহ রায় দেন। সেখানে আমের মৌসুমে রাসায়নিক ব্যবহার বন্ধ এবং একটি পর্যবেক্ষণ দল গঠন করতে বলা হয়। যার ধারাবাহিকতায় নতুন করে আমের মৌসুম আসায় আইনজীবী হাইকোর্টে এক সম্পূরক আবেদন দিয়ে এ বিষয়ে আদেশ চান।

আরও পড়তে পারেন