TANGAIL TIMES | টাঙ্গাইল টাইমস

ডিএমপির এডিসি ও এসি পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) মোবাশশিরা হাবীব খানকে অতিরিক্ত উপ-কমিশনার (নারী পুলিশ, কল্যাণ ও ফোর্স বিভাগ), অতিরিক্ত উপ-কমিশনার মো. আবু নোমানকে অতিরিক্ত উপ-কমিশনার (ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন) ও সহকারী কমিশনার (নারী পুলিশ) রোকসানা ইসলাম সুজানাকে সহকারী কমিশনার (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়তে পারেন