মুন্সীগঞ্জ সদর নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ২
মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে নির্বাচন শেষে প্রতিপক্ষের গুলিতে দুইজন গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ মো. (৩২) ও রুহুল আমিনকে (৪৫) ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রবিবার নির্বাচনের পর বিকাল সোয়া ৫টার দিকে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দেওয়ানবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শৈবাল বসাক জানান, আহতদের মধ্যে বুকে গুলিবিদ্ধ ফয়সালের অবস্থা আশংকাজনক। রুহুল আমিন গলায় গুলিবিদ্ধ হয়েছে। তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের রিয়াদ গুলি ছুড়ে রুবেল মেম্বারকে। কিন্তু মাঝখানে তারা এসে পড়ে গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে ফয়সাল আনারসের সমর্থক এবং অপরজন কুড়িগ্রামের একজন রিকশাওয়ালা। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ফয়সাল পূর্ব রতনপুরের রজ্জব আলী। কুড়িগ্রাম উলিপুরের আবুর উদ্দিনের রুহুল আমিন। ছাত্রলীগের রিয়াদ নৌকার সমর্থক।