TANGAIL TIMES | টাঙ্গাইল টাইমস

এনবিআরের সার্ভারে ঢুকে পণ্য পাচারে আগেই ব্যবস্থা নিতে হতো : অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে ঢুকে পণ্য পাচারের ঘটনায় আগেই ব্যবস্থা নেওয়ার দরকার ছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। 

প্রথম আলোয় আজ ‘সংঘবদ্ধ জালিয়াতি, এনবিআরের সার্ভারে ঢুকে পণ্য পাচার’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। অর্থমন্ত্রী প্রতিবেদনটি পড়েছেন কি না জানতে চাইলে বলেন, ‘আমি দেখেছি। মনে হয় আগে থেকেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। তবে এটা আগেও হয়েছে। আজ অফিসে গিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেব। কী ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখব।’

তিন বছর আগে থেকেই এ ঘটনা শুরু—এ তথ্য জানালে মুস্তফা কামাল বলেন, হ্যাঁ, অফিসারদের আইডি ব্যবহার করে কনসাইনমেন্টগুলো রিলিজ করা হয়। তবে ওই এলাকাকে তো তার কাঁটার বেড়া দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। দূর থেকে আইডি কার্ড ব্যবহার করে পারবে না। সার্ভারে ঢুকতে হলে ভেতরে যেতে হবে। আমার মনে হয় সার্ভার আরও অনেক বেশি সংরক্ষিত হওয়া দরকার। এটা আমাদের দুর্ভাগ্য।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘প্রযুক্তির যত উন্নয়ন হবে, এ ধরনের বিপদ তত থেকে যাবে। আমরা প্রযুক্তি উন্নয়ন করছি কিন্তু এগুলোর নিরাপত্তা বাড়াচ্ছি না।’

আরও পড়তে পারেন