TANGAIL TIMES | টাঙ্গাইল টাইমস

বনানীর এফ আর টাওয়ারে আগুন

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে আগুন লেগেছে। ২১ তলা ভবনটির ৯ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে।

এফ আর টাওয়ারের ১৪ তলার একটি প্রপার্টিজ অফিসের কর্মকর্তা বেলায়েত হোসেন টেলিভিশনে দেওয়া  সাক্ষাৎকারে বলেন, ‘আগুনের খবর পেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করি। কিন্তু ততক্ষণে সিঁড়িতেও দেখি ধোঁয়া। পরে ১৪ তলা থেকে ছাদে গিয়ে পাশের আওয়াল সেন্টারে চলে যাই। সেখান থেকে নেমে আসি। আমি এয়ার ফোর্সের কমিশন্ড অফিসার বলে আমার পক্ষে এটা সম্ভব হয়েছে। তবে আমার সঙ্গে ছাদে থাকা আরও তিনজনকে দেখেছি, তারা পাশের ভবন পার হতে পারেননি।’ 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দায়িত্বরত কর্মীরা বিবিসি বাংলাকে জানিয়েছেন, ১৭ নম্বর সড়কের এফ আর টাওয়ারে ১৯ তলা ভবনের ৭/৮ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।
আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস ও দমকল বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ এগিয়ে আসছেন। বনানীর বহুতল অই ভবনের আগুন নেভাতে ওই এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়তে পারেন