TANGAIL TIMES | টাঙ্গাইল টাইমস

নিহত বাংলাদেশিদের আত্মীয়রা নিউ জিল্যান্ডে যাচ্ছেন

নিউ জিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশিদের আত্মীয়রা ক্রাইস্টচার্চে যাচ্ছেন। নিহত জাকারিয়া ভুইয়ার সহধর্মিনী এরই মধ্যে নিউ জিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ) সেখানে তার পৌঁছার কথা। আরেকজন নিহত মোজেম্মলের ভাই শাহাদাত আলী মিয়াজি ভিসার জন্য আবেদন করেছেন।
অন্যদিকে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ওমর ফারুকের পরিবারকে অনুরোধ করা হয়েছে তারা যেন পরিবারের একজন সদস্যকে নির্বাচিত করে তার নাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়।
বন্দর উপজেলার নির্বাহী অফিসার পিন্টু বেপারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আজকে তাদের পরিবারের সঙ্গে আলাপ করেছি এবং তাদের নামটা পাঠানোর জন্য অনুরোধ করেছি।’
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের মসজিদে ব্রেন্টন ট্যারান্ট নামের এক অস্ট্রেলীয় তরুণ স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে হামলা চালালে ৫০ জন মুসুল্লি নিহত হন। আহত হন ৪৮ জন। নিহতদের মধ্যে পাঁচজন এবং আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছে।
অস্ট্রেলিয়াতে বাংলাদেশ দূতাবাসের উপ-প্রধান তারেক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে মোজাম্মেলের মৃতদেহ ফিউনারেল হোমে পাঠানো হয়েছে এবং আশা করছি আগামীকাল ফারুকের মৃতদেহ সেখানে পাঠানো হবে। ফিউনারেল হোম থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার পরে মৃতদেহ এয়ারপোর্টে পাঠানো হবে।’
জাকারিয়ার বিষয়ে তিনি বলেন, ‘তার বিষয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। কারণ যখন তার মৃতদেহ পাওয়া যায় তখন তার মুখটি বিকৃত হয়ে গিয়েছিল এবং সে কারণে পুলিশ তার পরিচয়ের বিষয়টি এখনও নিশ্চিত করেনি।’
পুলিশ প্রয়োজনীয় টেস্ট, যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়ার পরে তার মৃতদেহ ফিউনারেল হোমে পাঠানো হবে বলে তিনি জানান।
নিউজিল্যান্ডের নাগরিকত্ব পাওয়া নিহত ড. সামাদ ও হুসনে আরা পারভীনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমরা নিশ্চিত করে বলতে পারছি না।’
মৃতদেহ কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে তারেক আহমেদ বলেন, ‘যেকোনও মৃতদেহ পাঠানোর আগে প্রায় ১০টি কাগজ যেমন ডেথ সার্টিফিকেট, ময়নাতদন্ত রিপোর্ট, ইনফেকশন রিপোর্ট ইত্যাদি লাগে। আমরা আশা করছি নিউ জিল্যান্ড সরকার প্রয়োজনীয় কাগজপত্র দ্রুততার সঙ্গে সরবরাহ করবেন।’
ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা থেকে যে সাকসেশন সার্টিফিকেট দেওয়া হবে সেটি জমা দেবো যাতে করে নিহতদের পরিবার ক্ষতিপূরণ পায়।’

আরও পড়তে পারেন